Home Tech  ইউটিউব থেকে ইনকামের  উপায়

 ইউটিউব থেকে ইনকামের  উপায়

ভিডিও না বানিয়ে কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়

by admin
ইউটিউবে কত ভিউয়ে কত টাকা জেনে নিন

 ইউটিউব থেকে ইনকাম করার  উপায়: আপনি কি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার কথা ভাবছেন? তাহলে আপনি সঠিক আর্টিকেলটি খুঁজে পেয়েছেন।

কারণ, ভিডিও না বানিয়ে কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি।

সাধারণত ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য নিজের বানানো ভিডিও ইউটিউবে আপলোড (upload) করতে হয়।

এরপর YouTube Monetization চালু করার মাধ্যমে নিজের আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে অর্থ উপার্জন করা যায়।

এছাড়াও ইউটিউবে আপলোড করা ভিডিও কনটেন্টগুলো থেকে affiliate marketing এবং sponsorships এর মাধ্যমেও টাকা ইনকাম করা যায়।

কিন্তু আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি নিজে ভিডিও না বানিয়েও ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

আপনি যদি ক্যামেরার সামনে ভিডিও তৈরি করতে পছন্দ না করেন কিংবা আপনার high quality ভিডিও তৈরি এবং video editing এর ভালো দক্ষতা বা অভিজ্ঞতা না থাকে,

তবুও আপনি ইউটিউব প্লাটফর্ম থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

এজন্য আপনার একটি smartphone এবং internet connection এর প্রয়োজন হবে।

ইউটিউব থেকে ইনকাম করার  উপায়

ভ ইউটিউব থেকে ইনকাম: FAQs

ইউটিউব থেকে ইনকাম করার  উপায়

বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার অনেক সহজ উপায় রয়েছে।

এগুলোর মধ্যে লোকেরা অনলাইনে আয়ের তুলনামূলক সহজ উপায় হিসেবে ইউটিউবকে বেছে নেন।

কেননা ইউটিউব থেকে টাকা ইনকাম করার প্রক্রিয়া খুবই সহজ।

Online Income এর বিভিন্ন উপায়গুলোর মধ্যে ইউটিউব থেকে দ্রুত এবং সহজেই দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব।

অনেক স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি অনলাইনে পার্ট টাইম জব হিসেবে ইউটিউব চ্যানেল তৈরি করার কথা ভাবেন।

যারা নিজেদের চাকরি বা ব্যবসার পাশাপাশি part-time job হিসেবে ইউটিউবে ইনকাম করতে চান,

তারা নিজে ভিডিও তৈরি করার মতো পর্যাপ্ত সময় পান না।

এক্ষেত্রে তারা বিনিয়োগ ছাড়াই এবং কোনো ধরনের ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়গুলো খুঁজে থাকেন।

আবার অনেকের ইউটিউবে ভিডিও বানানোর অধিক আগ্রহ থাকলেও ক্যামেরার সামনে

সঠিকভাবে কথা বলতে না পারার কারণে ভিডিও রেকর্ড করতে পারেন না।

এছাড়াও অনেকের video editing skills না থাকার কারণে high quality video তৈরি করতে ব্যর্থ হন।

তাদের জন্য video না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়গুলো খুবই কার্যকর।

তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, কোনো ইনভেস্টমেন্ট না করে এবং

নিজে ভিডিও তৈরি না করেও কী কী উপায়ে ইউটিউব থেকে ইনকাম করা যায়?

ভিডিও না করেই ইউটিউব থেকে আয় করার সবচেয়ে সহজ উপায় হলো নিজের ইউটিউব চ্যানেলে third-party content পাবলিশ করা।

উদাহরণস্বরূপ, ইউটিউবের aggregation নামক একটি পদ্ধতি রয়েছে,

যার মাধ্যমে ইউটিউব অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের video content আপনার চ্যানেলে আপলোড করার সুযোগ দিয়ে থাকে।

এতে আপনি একজন content creator হওয়ার পরিবর্তে অন্যের বানানো ভিডিও ব্যবহার করে ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন।

এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে খুব কম সময় লাগবে এবং অধিক পরিমাণে লোকেরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবেন।

উদাহরণস্বরূপ, ONE Media Coverage ইউটিউব চ্যানেলটি aggregation পদ্ধতিতে মুভি ট্রেইলারগুলো তাদের চ্যানেলে আপলোড করে থাকে। বর্তমানে এই চ্যানেলে এক মিলিয়নেরও অধিক subscribers রয়েছে।

আপনার যদি যেকোনো একটি বিষয় বা niche এর ওপর ভালো জ্ঞান (knowledge) বা দক্ষতা (skills) থাকে তাহলে আপনি screen record এর মাধ্যমে টিউটোরিয়াল বা প্রেজেন্টেশন তৈরি করে সেটা লোকদের শেখাতে পারবেন।

আপনি Google Slides অথবা PowerPoint ব্যবহার করে খুব সহজেই প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি screen-capture করে আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারবেন।

এই পদ্ধতিতে লোকেরা যেসব জনপ্রিয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন সেগুলো হলো:

রিয়েল এস্টেট টিপস

ফটোগ্রাফি

চালকদের নিরাপত্তা

প্রোগ্রামিং

ওয়েব ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন

বর্তমান সময়ে অনলাইনে কনটেন্ট এর পরিমাণ দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ফলে বিভিন্ন copyright free sound effects গুলোর প্রয়োজনীয়তা বাড়ছে।

প্রত্যেক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, ফিল্ম বা টিভি প্রোডিউসার-রা free sound effects গুলো খুঁজে থাকেন।

তাই আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে নতুন নতুন সাউন্ড ইফেক্টস বানিয়ে আপলোড করতে পারেন। উদাহরণস্বরূপ, বিভিন্ন পশুপাখির শব্দ, অ্যালার্ম, প্রাকৃতিক শব্দ ইত্যাদি শব্দ দিয়ে দারুণ অডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন।

এক্ষেত্রে আপনাকে ভিডিও বানানোর দিকে নজর দিতে হবে না, শুধুমাত্র ভালো মানের অডিও তৈরির দিকে নজর দিতে হবে।

আপনি যদি জনপ্রিয় ভিডিও গেমগুলো খেলতে অধিক পছন্দ করেন এবং আপনার গেম খেলার প্রচুর দক্ষতা রয়েছে, তাহলে আপনি নিজের ইউটিউব চ্যানেলে gameplay video আপলোড করতে পারেন।

ইউটিউব হলো গেমিং (gaming) এর জন্য একটি সেরা প্লাটফর্ম। বিশ্বজুড়ে হাজার হাজার গেমার-রা গেমিং করে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।

আপনি যদি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার কথা ভাবছেন, তাহলে আপনি সেরা অনলাইন গেমগুলো live streaming করে বা gameplay এর screen record করে চ্যানেলে শেয়ার করতে পারবেন।

এছাড়াও আপনার ভিডিওতে আপনি জনপ্রিয় ভিডিও গেমগুলোর বিভিন্ন টিপস এবং ট্রিকস শেয়ার করতে পারেন।

বাংলাদেশের Mr. Triple R হলো একটি YouTube Gaming Channel, যেটা শুধু ফ্রি ফায়ার গেমটির গেমিং ভিডিওগুলো আপলোড করে থাকে। বর্তমানে এই চ্যানলে ৫ মিলিয়নেরও অধিক subscribers রয়েছে।

আপনি যদি একজন গায়ক, গীতিকার বা সংগীতশিল্পী হন, তাহলে আপনি নিজের সঙ্গীত তৈরি এবং রেকর্ড করতে পারে ইউটিউবে আপলোড করতে পারেন।

অনেক গায়ক রয়েছেন, যারা নিজেদের রেকর্ড করা গান বা সঙ্গীত তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে বিখ্যাত হয়ে গিয়েছেন।

আপনি যদি একজন গায়ক হিসেবে ইউটিউবের মাধ্যমে লোকদের কাছে পরিচিতি অর্জন করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটি music video চ্যানেলে আপলোড করার বিনিময়ে ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে screen record করে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস শেয়ার করে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন।

এতে আপনাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে না।

আপনার যে বিষয়ে ভালো বিষয়ে ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, সে বিষয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করে লোকদের সাথে শেয়ার করতে পারেন।

উদাহরণস্বরূপ, সফটওয়্যার, গেম, কোডিং, ইন্টারনেট ইত্যাদির সাথে জড়িত বিভিন্ন সমস্যা সমাধানের টিউটোরিয়াল ভিডিও বানাতে পারেন।

যেমন – GrowBig হলো এমন একটি ইউটিউব চ্যানেল, যেখানে ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন প্রয়োজনীয় টিউটোরিয়াল গুলো শেয়ার করা হয়ে থাকে। বর্তমানে এই চ্যানেলে ৬ লাখেরও অধিক সাবস্ক্রাইবার রয়েছে।

ইউটিউব থেকে ইনকামের  উপায়

বর্তমান সময়ে animation video গুলো প্রচুর চাহিদা রয়েছে। যেসকল ইউটিউব চ্যানেলে এনিমেশন ভিডিও আপলোড করা সেসকল চ্যানেল একবার ঘুরে দেখলেই আপনি এর চাহিদা সম্পর্কে ভালো ধারণা পাবেন।

আপনি Adobe animate, Animaker ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই চমৎকার কার্টুন বা এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন।

আপনি চাইলে ভিডিওগুলোতে নিজের সাউন্ড যোগ করে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

ইউটিউব থেকে ইনকামের  উপায়

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফ্রি স্টক ভিডিওগুলোর ব্যবহার।

ফ্রি স্টক ভিডিও বলতে কপিরাইট ফ্রি ভিডিওকে বোঝানো হয়। অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে copyright free videos সংগ্রহ করা যায়।

ফ্রী স্টক ভিডিও সংগ্রহ করার পর দরকার হবে royalty free music এর। কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্যও ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে।

ফ্রি স্টক ভিডিও এবং কপিরাইট ফ্রি মিউজিক এর সমন্বয়ে ভিডিও তৈরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন।

এভাবে ভিডিও তৈরি করার জন্য আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না এবং কথাও বলতে হবে না।

কপিরাইট ফ্রি স্টক ভিডিও ডাউনলোডের কয়েকটি ওয়েবসাইট হলো:

Pexels

Pixabay

Videvo

Adobe Stock

Sutterstock

এছাড়াও আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তখন আপনাকে YouTube audio library এর access দেওয়া হবে যেখান থেকে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আপনার ভিডিওতে যুক্ত করতে পারবেন।

ইউটিউব থেকে ইনকামের  উপায়

ইউটিউব ভিডিও তৈরি করার জন্য বেশ কিছু বিষয়ে আপনার জ্ঞান বা দক্ষতা থাকা প্রয়োজন। যেমন – video script লেখা, ভিডিও এডিটিং, ভিডিওতে সাউন্ড বা অডিও সংযুক্ত করা ইত্যাদি।

যদি এসব বিষয়ে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি freelancer.com অথবা fiverr.com থেকে একজন ফ্রিলান্সার হায়ার করতে পারেন।

এরপর সেই ফ্রিল্যান্সার আপনার ভিডিও টপিক অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাকে দিবে।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি সঠিক niche বা বিষয়ে বাছাই করতে হবে।

হ্যাঁ, আপনি creative common video content, free stock videos, free stock music, AI video creator ইত্যাদি উপায়ে ভিডিও তৈরি না করেও ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা সেরা উপায়গুলো কী কী?

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে উপার্জন করার কয়েকটি সেরা উপায় হলো: video games streaming, stock & copyright free videos এর ব্যবহার, এনিমেশন তৈরি, অনলাইন কোর্স বা টিউটোরিয়াল তৈরি, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য thumbnail design ইত্যাদি।

ইউটিউব থেকে ইনকামের  উপায়

তাহলে বন্ধুরা, আশা করি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

আপনি যদি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করতে চান তাহলে আপনি AI (Artificial Intelligence) tool এর সাহায্যে ভিডিও বানিয়ে চ্যানেলে শেয়ার করতে পারেন।

বর্তমানে অনেকেই AI দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে আপলোড করে প্রচুর ভিউস (views) পাচ্ছেন এবং ইনকামও প্রচুর করছেন।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন।

You may also like

Leave a Comment