Home প্রযুক্তি ও রিভিউ  কিভাবে অনলাইনে দলিল দেখবেন

 কিভাবে অনলাইনে দলিল দেখবেন

by admin
 কিভাবে অনলাইনে দলিল দেখবেন

 কিভাবে অনলাইনে দলিল দেখবেন: আগে পুরাতন দলিল বের করতে আমাদের নিকটস্ত সাব-রেজিস্ট্রার অফিসে বা জেলা 

সাব-রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হতো। এখন আর সেখানে না গেলেও চলবে।

আসলে সরকারের ভূমি মন্ত্রণালয় এখনো এমন কোনো অনলাইন সিস্টেম বের করেনি, যার মাধ্যমে জমির নতুন এবং পুরাতন দলিল বের

করা যাবে। তবে অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন জমির দলিলের মৌলিক কিছু তথ্য।

পুরাতন দলিল বের করার নিয়ম

মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনের মাধ্যমে পুরাতন দলিল যাচাই করতে আপনাকে কয়েকটি বিষয় জানা থাকতে হবে। যেমন-

জেলার নাম, জমি রেজিস্ট্রেশন সাল, দলিলের মালিকের নাম, বাবার নাম ইত্যাদি। নিম্মে কয়েকটি ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।

ধাপঃ ১। ওয়েবসাইটে প্রবেশ। কিভাবে অনলাইনে দলিল দেখবেন

পুরাতন দলিল বের করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। তবে মোবাইলের

মাধ্যমে করলে ডেস্কটপ ভার্ষন করে নিতে হবে।

ধাপঃ ২। Wb registration.gov.in এই লিংকে প্রবেশ।

Wb registration লিখে প্রবেশের পর উক্ত পেইজের উপরে Wb registration.gov.in এই লিংকে ক্লিক করুন। উক্ত লিংকে ক্লিক করলেই

আপনাকে নিয়ে যাওয়া হবে নিচের পেইজে।

ধাপঃ ৩। E-SERVICE অপশন সিলেক্ট করুন।

Wb registration.gov.in এই লিংকে প্রবেশ করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে নিচের পেইজে। এখানে ডান দিকে E-SERVICES

অপশনটি সিলেক্ট করে এই অপশন থেকে Searching of Deed অপশনে ক্লিক করুন।

ধাপঃ ৪। Search of Registration Made পেইজে প্রবেশ।

E-SERVICES অপশনটি সিলেক্ট করে এই অপশন থেকে Searching of Deed অপশনে ক্লিক করলেই আপনাকে নিচের Search of

Registration Made পেইজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে উপরের By seller/Buyer/Prty Name অপশনে ক্লিক করুন।

ধাপঃ ৫। আবেদন ফরম পূরণ।

উপরের By seller/Buyer/Prty Name অপশনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে আবেদন ফরমে।

নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে এখানে প্রথমে নামের প্রথম অংশ, নামের শেষের অংশ, দলিলের সন, কোন

জেলার অধিনে দলিল হয়েছে সেই জেলার নাম এবং সব শেষে সিকিউরিটি কোড অর্থাৎ নিচের প্রদত্ত কোডটি পূরন করুন। এরপর ডিসপ্লে অপশনে ক্লিক করুন।

ধাপঃ ৬। পুরাতন দলিল যাচাই। কিভাবে অনলাইনে দলিল দেখবেন

আবেদন ফরমের ডিসপ্লে অপশনে ক্লিক করলেই আপনার জমির বিভিন্ন তথ্য দেখতে পাবেন। এখানে আপনার নামের সাথে মিল এবং

একই বছর, একই জেলা থেকে যারা জমির দলিল করেছে তাদের তথ্য গুলোও দেখানো হবে।

তাই আপনি অবশ্যই নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা মিলিয়ে নিবেন। আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে View অপশনে ক্লিক করুন।

You may also like

Leave a Comment